আপডেটসমূহ | ব্রহ্মঋষি হারমিটেজ

আপডেটসমূহ


  • সেপ্টেম্বর 20 - অক্টোবর 1, 2023

    চারধাম যাত্রা

    গুরুজী শ্রীদেবাত্মানন্দ শামবালাজী'র তত্ত্বাবধানে ও পরিচালনায় প্রায় ৬০সদস্যের (যাঁদের মধ্যে দীক্ষিত ধ্যানসাধক ছাড়াও অন্যান্য ব্যাক্তিরাও ছিলেন) একটি তীর্থদলের ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চারধাম যাত্রার অংশ হিসেবে দিব্যতেজশক্তি সম্পন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থস্থান পর্যটনের সুযোগ ঘটেছিল। এই তীর্থযাত্রার উদ্দেশ্যই ছিল কর্মফলের দহন ঘটানো। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন সহ যে সমস্ত তীর্থে ভ্রমণ করা হয়, তা হল- উত্তরকাশী, ধারীদেবী মন্দির, রুদ্রপ্রয়াগ, ব্যাসগুহা এবং বশিষ্ঠগুহা।

  • জুলাই 3, 2023

    গুরু পূর্ণিমা উদযাপন

    গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত- দিনটি ঈশ্বরসাক্ষাৎপ্রাপ্ত আধ্যাত্মিক গুরুগণের উদ্দেশ্যে নিবেদিত গুরুশিষ্য পরম্পরার বিশেষ উদযাপন। আধ্যাত্মিক সাধকদের জীবনে এই দিবসটি সর্বাপেক্ষা মাহাত্ম্যপূর্ণ যেহেতু এই দিনে তাঁরা তাঁদের দিব্যগুরুগণের প্রতি অন্তরের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অর্পণ করে। এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আষাঢ় মাসের এইসময়েই সাক্ষাৎ পরব্রহ্মলোক থেকে প্রত্যক্ষভাবে দিব্যতেজশক্তির অবতরণ ঘটে। এই বছর বিবেকানন্দ ধামে যথাযথ মর্যাদা ও মহিমায় গুরুপূর্ণিমার দিনটি উদযাপিত হয়েছে জুলাই মাসের ৩ তারিখে। এই দিবসটি সর্বোচ্চ পবিত্রতার সঙ্গে পালিত হয়েছে।

  • মে 20 - 22, 2023

    তপস্যা (Tapas) - স্তর ১ (ব্যাচ ২)। অখণ্ড ধ্যান (প্রভু শ্রী কল্কি জয়ন্তী)

    মে মাসের ২০ ও ২১ তারিখে গুরুজী শ্রীদেবাত্মানন্দ শামবালাজী বিশেষ ধ্যান অধিবেশন পরিচালনা করেন এবং বিভিন্ন ব্যায়াম, ক্রিয়াসমূহ, যোগাসন, সূর্য নমস্কার, পূর্বধ্যান ক্রিয়া এবং অন্যান্য অনুশীলন, যেগুলি পূর্ববর্তী বিভিন্ন সমাগমে (Retreat) শেখানো হয়েছিল, সেগুলির নতুন আঙ্গিক শেখান। মে মাসের ২২তারিখে সকাল ৬.৩০-১২.৩০ পর্যন্ত অখণ্ড ধ্যান পরিচালিত হয়। এই দিনটি প্রভু শ্রী কল্কিজয়ন্তী হিসেবে পরম তাৎপর্যপূর্ণ।

  • মে 18, 2023

    গুরুজী কৃষ্ণানন্দ জয়ন্তী

    ১৮ই মে গুরুজী কৃষ্ণানন্দ-জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ধ্যান অধিবেশন পরিচালিত হয় বিবেকানন্দ ধামে বেলা ১১.৩০মি. থেকে ১.০০মি. পর্যন্ত। শ্রীদেবাত্মানন্দ শামবালা জী একটি অনলাইন অধিবেশনের মাধ্যমে সমস্ত ধ্যানকারীর সঙ্গে সংযোগ করেন এবং সকলকে আশীর্বাদ প্রদান করেন।