আলো | আত্মা | গুরু | ব্রহ্মঋষি হারমিটেজ

আলো


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

আলো সৃষ্টির উৎস। জ্যোতির্লোকই(Plane of Light) হল পরব্রহ্ম লোক।

আলো থেকেই লক্ষ কোটি নক্ষত্রপুঞ্জ তৈরি হয়েছে, বিভিন্ন ভূলোক এবং বহুবিধ জীবন বিবর্তিত হয়েছে।

নিঃশর্ত ভালবাসা, দয়া, শান্তি, আনন্দ, সর্বোচ্চ বুদ্ধিমত্তা, পবিত্রতা, ক্ষমতা, জীবনীশক্তি এবং আরো অনেক ইতিবাচক দিক আলোই বহন করে আনে ।

আলো সর্বশক্তিমান, সর্বব্যাপী এবং সর্বদর্শী।

আলোক অপরিবর্তনীয় ও সময়াতীত একটি বাস্তবতা।

আত্মা রূপে অবতরণের পূর্বে আমরা আলো রূপেই বিদ্যমান ছিলাম। সুতরাং আলো হল আমাদের মূল উৎস।

এই বাহ্যিক জগতে আলো দেখা যায় না কারণ আলোর একটি সূক্ষ্ণ তরঙ্গ আছে। যদিও আলোকে অনুভব করা যায় এবং গভীর ধ্যানে আলোক দেখাও যায়।

আলো নিরাময় করে।

আলোই ঈশ্বর।

আত্মা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

আত্মা ঈশ্বরের অবিনাশী অংশ।

আত্মা, আলোর কণা বা আলোকরশ্মি যা পরম জ্যোতির্ময়লোক থেকে অবতরণ করে। তাই আলোকময় সত্তার প্রতিটি গুণ আত্মাতেও থাকে, যেমন প্রেম, শান্তি, শুদ্ধতা ইত্যাদি।

আত্মার উদ্দেশ্য হল সমগ্র সৃষ্টির অভিজ্ঞতা লাভ করা।

আমাদের বক্ষের ঠিক মধ্যস্থলে, আনন্দময় অংশের দ্বারা পরিবৃত হয়ে, আত্মা অবস্থান করে।

এই সৃষ্টিকে প্রত্যক্ষ করার জন্য আত্মার একটি দেহের মাধ্যম প্রয়োজন হয়। সুতরাং দেহ হলো আত্মার বাহক।

আত্মা মৃত্যুজয়ী এবং দেহ বিনষ্টির পরেও তা থেকে যায়।

আত্মার যাত্রা সমাপ্ত হয় তখনই, যখন সে তার উৎসে অর্থাৎ জ্যোতির্ময়লোকে প্রত্যাবর্তন করে।

চৈতন্যই (Conscience) আত্মার কণ্ঠস্বর।

আমরাই আত্মা।

গুরু


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

গুরু একজন আত্মসাক্ষাৎকার প্রাপ্ত সিদ্ধ ব্যক্তিত্ব এবং পথপ্রদর্শক, যিনি আমাদের জীবনযাত্রাকে পুনরায় আলোক উৎসে ফিরিয়ে নিয়ে যান।

গুরু সর্ব সত্যের আধার এবং সর্ব অন্ধকারের অপসারণকারী।

গুরু আমাদের ধর্ম শিক্ষা দেন এবং ধর্মের পথে চলতেও শেখান।

গুরু আমাদের দীক্ষা দেন এবং সাধনায় এগিয়ে যেতে সাহায্য করেন, যতক্ষণ না আমরা নিজেরাই নিখুঁত ও স্বাধীন হয়ে উঠি।

একজন গুরু উদাহরণের মাধ্যমেই শিক্ষাদান করেন এবং কোন বিষয়ই জোর করে কারোর উপর চাপিয়ে দেন না।

গুরু জীবনের চালিকাশক্তি ও অনুপ্রেরণা এবং যাবতীয় মানসিক সামর্থের ধ্রুব উৎস।

গুরু হলেন আলোর এমন একটি দুয়ার পথ যাকে সহজে পাওয়া যায় ।

যখন একজন আধ্যাত্মিক অনুসন্ধানকারী ব্যক্তি আধ্যাত্মিক জীবনে প্রবেশের জন্য ও দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই তার জীবনে গুরুর আবির্ভাব হয় ।

গুরুই আলোক স্বরূপ।