আত্ম-সাক্ষাৎকার | ব্রহ্মঋষি হারমিটেজ আত্ম-সাক্ষাৎকার | cyber_key_000

আত্ম-সাক্ষাৎকার


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

আমরা প্রত্যেকেই অমর আত্মা এবং ঈশ্বর বা আলোর এক-একটি ক্ষুদ্র কণা-এই সত্যকে নিজের আত্মার স্তর থেকে অনুধাবন করাই হল, আত্ম-সাক্ষাৎকার(Self-Realisation)। সুতরাং, আত্ম-সাক্ষাৎকার এবং ঈশ্বর-সাক্ষাৎকার এক ও অদ্বিতীয়।

সাধনার প্রাথমিক উদ্দেশ্যই হল আত্ম-সাক্ষাৎকার এবং আত্ম-সাক্ষাৎকারই হল মানব জীবনের পরম উদ্দেশ্য।

সব যোগ সম্মিলিতভাবে নিজেকে অথবা 'আত্ম'কে উপলব্ধির মাধ্যমে ঈশ্বর সাক্ষাৎকারের কথা বলে।

একজন সিদ্ধ ব্যক্তি(Realised Person) কখনোই কোন কিছুর দ্বারা বিরক্ত হন না এবং কখনো কোনো পরিস্থিতিতেই তিনি তাঁর শিষ্টাচার ভঙ্গ করেন না।

একজন সিদ্ধ ব্যক্তি কোনো সচেতন প্রচেষ্টা ছাড়াই তাঁর চারপাশে ভালোবাসা ও শান্তি বিকিরণ করতে পারেন। তাঁর উপস্থিতিমাত্রই চারপাশের মানুষ ও আবহমন্ডলের মধ্যে একটি দিব্য স্পন্দনের সৃষ্টি হয়।